Time Left: 70
Show Clues

1. পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে কী বলে?

2. 'বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।' - এখানে 'তাই' যোজকটি কী নির্দেশ করছে?

3. 'এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না।' - এই বাক্যে 'কিন্তু' কোন ধরনের যোজক?

4. 'যদি রোদ ওঠে, তবে রওনা দেব।' - বাক্যটি কোন ধরনের যোজকের উদাহরণ?

5. যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে বসে, তাদের কী বলে?

6. কোন যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ?

7. কোন ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে?

Share on: