Time Left: 70
Show Clues

1. 'সুচেতনা' কবিতায় কবি মানবসমাজকে একটি উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তা 'আজ নয়' বলেছেন কেন?

2. 'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়' - চরণটি দ্বারা কবি কোন বিশ্বাসকে প্রকাশ করেছেন?

3. পাঠ্য কবিতাংশ অনুসারে, পৃথিবীব্যাপ্ত গভীর বিপর্যয় থেকে মুক্তির পথ কোনটি?

4. 'এসে যে গভীরতর লাভ হলো' - এখানে 'গভীরতর লাভ' বলতে কী বোঝানো হয়েছে?

5. প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার পথটি কেমন?

6. 'শাশ্বত রাত্রির বুকে' কবি কিসের কথা বলেছেন?

7. কবির মতে, পৃথিবীতে মানবজন্ম না নেওয়াই ভালো মনে হওয়ার কারণ কী?

Share on: