Exam readiness platform
1. ভরাট, নরম ও দুর্বল মাটিতে যেখানে মাটির ভার বহন ক্ষমতা কম, সেখানে কোন ধরনের ফুটিং সবচেয়ে উপযোগী?
2. ভিত্তিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
3. ভিত্তির গভীরতা যখন তার প্রস্থের সমান বা কম হয়, তখন তাকে কী ধরনের ভিত্তি বলে?
4. অবকাঠামোর সবচেয়ে নিচের অংশ যা ভবনের সকল ভার (Load) বহন করে, তাকে কী বলা হয়?
5. নির্মাণ কাজে ব্যবহৃত হেলমেট, হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস ইত্যাদিকে সংক্ষেপে কী বলা হয়?
6. সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকারে আনার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে কী বলে?
7. কোন পরিস্থিতিতে দুটি কলামকে সাপোর্ট দেওয়ার জন্য কম্বাইন্ড ফুটিং নির্মাণ করা হয়?
You scored out of !