Exam readiness platform
by মুহম্মদ শহীদুল্লাহ
1. কে 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করে দেখিয়েছেন যে পল্লিতে অমূল্য সাহিত্য খনি লুকিয়ে আছে?
2. 'পল্লিসাহিত্য' প্রবন্ধটির লেখক কে?
3. লেখক কোন ধরনের সাহিত্যকে ইউরোপ ও আমেরিকায় আদরের আসন পাচ্ছে বলে উল্লেখ করেছেন, যা আমাদের দেশেও পাওয়া উচিত?
4. 'পিড়েয় বসে পেঁড়োর খবর' - এই প্রবাদ বাক্যটি বঙ্গের কোন রাজধানীর কথা স্মরণ করিয়ে দেয়?
5. লেখক পল্লির 'হাঁউ, মাঁউ, খাঁউ, মানুষের গন্ধ পাঁউ' এর সাথে শেক্সপিয়রের কোন রচনার সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
6. 'নাগরিক সাহিত্য' সম্পর্কে লেখকের মূল অভিযোগ কী?
7. লেখকের মতে, পল্লির রূপকথাগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাওয়ার প্রধান কারণ কী?
You scored out of !