Time Left: 70
Show Clues

1. "দেখে যেন মনে হয় চিনি উহারে" - এই চরণটিতে কবির কোন ধরনের অনুভূতি প্রকাশিত হয়েছে?

2. 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?

3. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

4. কবিতার প্রেক্ষাপটে 'কৃষক' শব্দটি প্রতীকী অর্থে কাকে নির্দেশ করে?

5. কবিতায় কৃষক একাকী ছোট খেতে কী কাটছিলেন?

6. "ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী" - এই উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য কী?

7. "কূলে একা বসে আছি, নাহি ভরসা" - পঙক্তিটিতে কৃষকরূপী কবির কোন মানসিক অবস্থা ফুটে উঠেছে?

Share on: