Time Left: 70
Show Clues

1. 'পার্তিও সে তাঁ প্য মুরির'—এই ফরাসি উক্তিটির মাধ্যমে লেখক কোন অনুভূতি প্রকাশ করেছেন?

2. স্যার ফ্রান্সিস লেখকের সঙ্গে দেখা হওয়ার পর কী বলে সম্ভাষণ জানিয়েছিলেন?

3. লেখক আবদুর রহমানের পাগড়িকে বরফের চেয়েও শুভ্রতর বলেছেন কেন?

4. কাবুল ত্যাগের সময় লেখকের সত্তা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণ কী?

5. লেখকের মতে, আবদুর রহমান কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরম বান্ধব হিসেবে স্বীকৃতি পেয়েছে?

6. 'কাবুলের শেষ প্রহরে' ভ্রমণ-কাহিনিটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

7. লেখকের মতে আবদুর রহমান কেন টেনিস র‍্যাকেটটিকে সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে মনে করেছিল?

Share on: