Time Left: 70
Show Clues

1. শুকনা খড়, লতাপাতা বা কচুরিপানা দিয়ে মাটি ঢেকে মাটির রস সংরক্ষণের পদ্ধতিকে কী বলে?

2. প্রতিকূল পরিবেশে ফসল জৈব-রাসায়নিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে কী বলে?

3. নিচের কোনটি গমের খরা সহনশীল জাত?

4. বন্যাপীড়িত এলাকায় লেয়ার মুরগির খামারের পরিবর্তে ব্রয়লার খামার করা বেশি যুক্তিযুক্ত কেন?

5. খরাপ্রবণ এলাকায় জমিতে জৈবসার ব্যবহার করলে মাটির কোন ক্ষমতার উন্নতি ঘটে?

6. একসময় 'শস্যভাণ্ডার' হিসেবে পরিচিত কোন এলাকাটি বর্তমানে লবণাক্ততার কারণে খাদ্য ঘাটতি এলাকায় পরিণত হয়েছে?

7. খরাপ্রবণ এলাকায় ফসলের ছায়ার মাধ্যমে মাটির বাষ্পীভবন কমানোর জন্য কোন কৌশলটি অবলম্বন করা হয়?

Share on: