Time Left: 70
Show Clues

1. 'বিদ্রোহী' কবিতায় ব্যবহৃত 'ধূর্জটি' শব্দটি কার অন্য নাম?

2. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হলে তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?

3. "এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য!" - এই চরণটি কবির কোন দ্বৈত সত্তার প্রতীক?

4. কাজী নজরুল ইসলাম কত সালে ঢাকায় মৃত্যুবরণ করেন?

5. 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের সত্তার মধ্যে কোন বিপরীতধর্মী চেতনার সংযোগ ঘটিয়েছেন?

6. "শির নেহারি' আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!" - এই পঙক্তিতে 'হিমাদ্রি' বলতে কী বোঝানো হয়েছে?

7. 'বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে উৎপীড়িত মানুষের সঙ্গে একাত্ম করেছেন কোন চরণে?

Share on: