Time Left: 70
Show Clues

1. পাঠ্যবই অনুযায়ী, মাছ বা মাংসের মতো পচনশীল খাদ্য ডিপফ্রিজে কত তাপমাত্রায় সংরক্ষণ করা যায়?

2. রাসায়নিক উপাদান দ্বারা দূষিত খাদ্য গ্রহণের ফলে মানবদেহে কোন ধরনের রোগের ঝুঁকি বাড়ে?

3. সবজি হিমাগারে সংরক্ষণের পূর্বে ফুটন্ত পানিতে ভাপ দেওয়ার প্রধান কারণ কী?

4. অপরিণত ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

5. কাটার পর ফল বা সবজিকে ফুটন্ত পানিতে ৫-১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করার প্রক্রিয়াকে কী বলে?

6. ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণে 'বায়ুশূন্যকরণ' ধাপটির মূল উদ্দেশ্য কী?

7. প্রক্রিয়াজাত খাবারের পাত্রের লেবেলে কোন তথ্যটি থাকা বাধ্যতামূলক যা ক্রেতাকে এর ব্যবহারকাল সম্পর্কে ধারণা দেয়?

Share on: